বৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

শেবাগকে বিশ্বাস করবেন না, অমিতাভকে বার্তা সৌরভ গাঙ্গুলির

Paris
সেপ্টেম্বর ২, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ

আগামী শুক্রবার ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৩’ হতে চলেছে চমকে ভরা। এই পর্বের নাম ‘শানদার শুক্রবার’। কারণ এই পর্বে থাকছেন বিশেষ অতিথিরা। এবার অতিথি হিসেবে আসতে চলেছেন সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্রার শেবাগ।

অতিথিদের নাম শুনেই বোঝা যায় কতখানি চমকপ্রদ হতে চলেছে শো। শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন। সৌরভ গাঙ্গুলি ও বীরেন্দ্রার শেবাগ তাদের ক্রিকেট জীবনের নানা ধরনের অভিজ্ঞতা শেয়ার করবেন। একে অপরের সঙ্গে মজাও করবেন তারা। শোয়ের প্রোমো বের হয়ে গেছে ইতিমধ্যেই। তাতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন দর্শক।

শোয়ে একে অপরের সঙ্গে মজা করেছেন ভারতের এই দুই সাবেক ক্রিকেটার। সেই মজায় গা ভাসিয়েছেন অমিতাভও। সৌরভ শোতে এসে অমিতাভ বচ্চনকে বলেই ফেলেন, শেবাগকে যেন তিনি বিশ্বাস না করেন। তিনি আরও বলেন, মাঠে অনেকবার সৌরভের সঙ্গে সহযোগিতা করেছেন শেবাগ।

শেবাগ মজার ছলে বলেন, মুশকিলের সময় অনেক বার সৌরভকে বাঁচিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচে রান এনে দিয়েছেন। দরকারে ফিল্ডিংয়ে দৌড়েছেন। বোলার হিসেবে খেলা শুরু করার সময় কাউকে যখন পাওয়া যাচ্ছিল না, বোলিং করতে এগিয়ে এসেছেন শেবাগই। বোঝাই যায়, ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ মজাদার হতে চলেছে আসন্ন শুক্রবারের এপিসোড।

সম্প্রতি ২১ বছর পূর্তি উৎযাপন করল ‘কৌন বনেগা ক্রোড়পতি’। ২০০০ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর হাত ধরেই ছোট পর্দায় প্রথম পা রেখেছিলেন বড় পর্দার সুপার স্টার অমিতাভ বচ্চন। অনেক ঘটনা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এই শোয়ের সঙ্গে। শুরু থেকেই শোয়ের সঞ্চালক অমিতাভ। মাঝে একবারই শোয়ের সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্টার প্লাস চ্যানেলে শোয়ের সম্প্রচার হত। সে সময় প্রযোজনা করত সমীর নায়ারের টিম। ২০১০ সাল থেকে এই শো দেখা শুরু হয় সনি টিভিতে। প্রযোজকও পাল্টে যায় ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - বিনোদন