রবিবার , ৩ জুলাই ২০১৬ | ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার: আটক ১

Paris
জুলাই ৩, ২০১৬ ২:১৭ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি-র‌্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

 

আটককৃত ব্যক্তি হলেন, মনাকষা ইউনিয়নের চৌকা পোড়াদিহি গ্রামের মৃত চাঁনমুন্সির ছেলে টানু মিয়া।

 

৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবুল এহসান সিল্কসিটি নিউজকে জানান, শনিবার সকাল ১১টায় কিরণগঞ্জ বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭৮/২ এস এর নিকট ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাটক্ষেত হতে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে।

 

অপরদিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সহিদার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রাম সংলগ্ন পুঠিঘাট এলাকা থেকে ৪২৯ বোতল ফেনসিডিলসহ টানু মিয়াকে আটক করে।

 

এসব ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ

 

সর্বশেষ - রাজশাহীর খবর