লালপুরে হাজতিকে হেরোইন দিতে এসে দুইজন আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুর থানায় আটক ব্যক্তিকে খাবারের সাথে হেরোইন দিতে এসে আরো দুইজন গ্রেফতার হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর ) থানা হাজতে এ ঘটনা ঘটে।

লালপুর থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর চিনিরবটতলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহান ইসলাম ভোলা (২৩) ও আছকর আলী রেকাতের ছেলে টিয়ারুল ইসলাম টিয়ার (২২) দেহ তল্লাশি করে ১৫ পুরিয়া হেরোইন সহ আটক করে পুলিশ। তাদের রাতের খাবার কলা – পাউরুটি দিতে আসে ওই গ্রামের হান্নানের ছেলে মোখলেছুর রহমান বুদু(৩২) ও নজরুল ইসলাম নজুর ছেলে রবিউল ইসলাম সাগর (২৩) গোপন সুত্রে পুলিশ জানতে পারে খাবারের সাথে হেরোইন সরবরাহ করা হচ্ছে জেনে তাদের আটক করা হয়। এ সময় খাবার পর্যবেক্ষণে পাউরুটির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করে লালপুর থানা পুলিশ।

এব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ/এস