বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২০ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রূপনগরে বস্তির আগুনের কারণ জানতে তদন্ত কমিটি

Paris
মার্চ ১২, ২০২০ ৪:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর রূপনগরের বারেকের বস্তিতে লাগা ভয়াবহ আগুনের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস সদর দফতর।

ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী পরিচালক নইমুল হাসান, মিরপুর অঞ্চলের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন, মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ার হোসেন এবং ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

তদন্ত কমিটির প্রধান নূর হাসান হাসান  বলেন, ‘আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। ইনভেনটরি চলছে। আগামী রোববারের মধ্যে তদন্তের কাজ শুরু করতে পারব।’

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ওই বস্তিতে আগুন লাগে। এতে বস্তির ১০ হাজার ঘরের অধিকাংশই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট পৌনে তিন ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত