শনিবার , ১৪ অক্টোবর ২০১৭ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিএফডিএফ

Paris
অক্টোবর ১৪, ২০১৭ ৩:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ডিবেটিং ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদে প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সংসদীয় পদ্ধতিতে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালে রুয়েট ডিবেটিং ক্লাবকে মাত্র ২ নম্বর গড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিএফডিএফ। প্রতিযোগিতায় যৌথভাবে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের সদস্য নাজনীন আক্তার দীপ্তি ও রুয়েট ডিবেটিং ক্লাব সদস্য সায়েম আহমেদ।

সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বেগ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যাণ পরিচালক সহকারী অধ্যাপক সিদ্ধার্থ শংকর সাহা ও রুয়েট ডিবেটিং ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক হারুন রশীদ প্রমুখ। রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি তানসিফ আনজার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, প্রথমবারের মত আয়োজিত এ বিতর্ক প্রতিযোগীতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৮ টি দল অংশগ্রহণ করে।

স/বি

সর্বশেষ - শিক্ষা