বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাসিক নির্বাচনে জামানত হারাচ্ছেন তিন মেয়র প্রার্থী

Paris
জুন ২২, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জামসানত হারাচ্ছেন তিন মেয়র প্রার্থী। রাসিক নির্বাচনে এই তিন প্রার্থী আট ভাগের অন্তত এক ভাগ পায়নি। যার কারণে এই তিন মেয়র প্রার্থী জামানত হারাচ্ছেন। মেয়র পদে জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, জাকের পার্টির গোলাপ লতিফ আনোয়ার ও ইসলামী আন্দোলনের মুরশিদ আলম।

নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে, নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মেয়র মুরশিদ আলম হাতপাখা প্রতীক নিয়ে  পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট,  জাতীয় পার্টির লাঙল প্রতীকের সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের লতিফ আনোয়ার পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট।

নির্বাচনে মোট ভোটারের আট ভাগের অন্তত এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায় তাহলে তার জামানত বাজেয়াপ্ত হয়। এই সিটি নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু লিটন ছাড়া অন্য কোনো মেয়রপ্রার্থী এই পরিমাণের ভোট পাননি। এ কারণে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, রাজশাহী সিটি নির্বাচনে ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ। এ ছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি।

সর্বশেষ - রাজশাহীর খবর