মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাশিয়ান এস-৩০০ মিসাইলের গুদামে ইউক্রেনের হামলা

Paris
সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ান সেনাদের একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এই গুদামে এস-৩০০ মিসাইল মজুদ করা ছিল। যা রুশ সেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

জেলেনস্কি দাবি করেছেন, এসব মিসাইল দিয়ে খারকিভে হামলা চালাচ্ছিল রাশিয়া।

এ ব্যাপারে সোমবার রাতে একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, আমি আবারও আমাদের সেনাদের ধন্যবাদ দিতে চাই। যারা ইউক্রেনে রুশ সেনাদের অবস্থান প্রতিদিন কঠিন থেকে কঠিন করে দিচ্ছে।

জেলেনস্কি আরও বলেন, আজ আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের রকেট কামান বাহিনীর একটি দলকে, যারা তাদের নির্ভুল নিশানার মাধ্যমে রাশিয়ার গুদাম ধ্বংস করেছে, এই গুদাম থেকে এস-৩০০ মিসাইল নিয়ে দখলদাররা খারকিভে হামলা চালাত।

জেলেনস্কি দাবি করেন যুক্তরাষ্ট্রের পাঠানো মাল্টিপল রকেট লঞ্চার হিমার্স ব্যবহার করে এই হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা।

এদিকে ভলোদমির জেলেনস্কির এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাছাড়া রাশিয়াও এ হামলার ব্যাপারে কোনো কিছু বলেনি।

 

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক