রাজশাহীর আটজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর দুটি ল্যাবে নগরীর আটজন করোনায় শনাক্ত হয়েছেন। এছাড়াও নওগাঁয় একদিনে ২৮ জন। রাতে দুই ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে এ দিন শনাক্ত হয়েছেন ২৮ জন যা সবাই নওগাঁর। এছাড়া রাজশাহীর ৩১ জনের মধ্যে সবার নমুনা রিপোর্টে নেগেটিভ আসে। ওদিকে রামেক হাসপাতালেই শনাক্তই হয়েছেন রাজশাহীর আটজন।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে এ দিন ৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রামেক হাসপাতালের একজন রোগী, হাসপাতালের চারজন কর্মি, আরএমপির একজন, র‌্যাব-৫ এর একজন, নগরীর একজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার জানান, তাদের ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই নওগাঁর বাসিন্দা।

রাজশাহীতে এ নিয়ে মোট ৪ হাজার ৮৩৯ জনের করোনা শনাক্ত হলো। এদের মধ্যে ৪ হাজার ২৫৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৪৩ জন। নওগাঁয় আক্রান্তের সংখ্যা এক হাজার ২৬৭ জন। এদের মধ্যে এক হাজার ৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এ জেলায় এখন পর্যন্ত ১৯ জনের প্রাণ নিয়েছে করোনা।