শুক্রবার , ১৬ সেপ্টেম্বর ২০২২ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

রাজশাহীতে বিনা টিকিটে রেল ভ্রমণ : ১৯০ যাত্রীকে জরিমানা

Paris
সেপ্টেম্বর ১৬, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিনা টিকিটে ভ্রমণের রেল ভ্রমণের দায়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ১৯০ যাত্রীকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার (জিএম) অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মোমিন বলেন, ‘ঢাকা-রাজশাহী রুটে চারটি ট্রেন সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন যাতায়াত করে। ট্রেন প্রতি আসন প্রায় এক হাজার। তবে স্ট্যান্ডিং টিকেটসহ ট্রেনে অতিরিক্ত যাতায়াত আরও প্রায় ৫০০ শতাধিক যাত্রী। প্রতি টিপে ট্রেনের টিকেট বিক্রি হয় পাঁচ লক্ষাধিক টাকা। সেই হিসেবে হিসাব করলে অনেক যাত্রীই বিনা টিকিটে ভ্রমণ করেন। তারই ধারাবাকিতায় পশ্চিমাঞ্চল রেলওয়ে জিএম স্যার অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণ করা ১৯০ যাত্রীকে জরিমানা করেন।’

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম অসীম কুমার তালুকদার বলেন, ‘ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ভোর ৬টার পর যাত্রীদের নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। দাপ্তরিক কাজ সেরে আমিও ওই ট্রেনের যাত্রী হয়েই রাজশাহীতে ফিরছিলাম। জয়দেবপুর স্টেশনে ট্রেনটি পৌঁছালে মানুষের ঢল দেখে বিনা টিকিটের যাত্রীদের সংখ্যা বেশি মনে হয়। তাই যাত্রীদের টিকিট চেক করা হয়। ১৯০ জন বিনা টিকিটের যাত্রীকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় মাঝেমধ্যেই অভিযান চলবে।’

এএইচ/এস

সর্বশেষ - অপরাধ ও দুর্নীতি