রাজশাহীতে একদিনে রেকর্ড ৫৯ জনের করোনা শনাক্ত, নগরীতেই ৫৪

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে একদিনে রেকর্ড ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীতেই ৫৪ জন আক্রান্ত হয়েছেন একদিনে। যা সকল রেকর্ড ভঙ্গ করেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে বৃহস্পতিবার ১৪০ টি নমুনা পরীক্ষা করে নগরীর ৩৭ ও নাটোর ১ জন করোনা শনাক্ত হয়েছেন। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে আজ রাজশাহীর ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৭ জনই হলেন রাজশাহী নগরীর বাসিন্দা।

এ নিয়ে নগরীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৮৭ জন। আর জেলায় চারশ ছাড়িয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৪২৬ জন। ফলে জেলার মধ্যে অর্ধেকেরও বেশি নগরীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

রাজশাহী হাসপাতাল ল্যাবে আক্রান্তরা হলেন, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মোসলে উদ্দিন-৬৮, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী সৈয়দ মাসুদ আলী-৩৮, নাটোরের লালপুরের লিটন মিয়া, রামেক হাসপাতালে চিকিসাধীন বাগমারা আল আমিন-২১, রামেক হতাসপাতালের চিকিৎসক ডাঃ মোমেনা খাতুন-৪০, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের রিয়াজুল ইসলাম-২৮, রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডের কর্মচারী শহীদুল-৫০,  নগরীর কাজীহাটা এলাকার বিদুৎ-২৫, রামেক হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডের চিকিৎসক সাকলায়েন-৩১, একই ওয়ার্ডের আব্দুর রহিম-৫৫, রামেক হাসপাতালের ইমতাজুল-৫৪, রাসিকের ভেটেনারি কর্মকর্তা ফরহাদ হোসেন, নগরী ১৯ নম্বর ওয়ার্ডের মোছাঃ তাজ সুলতানা-৩৪, নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোলাম আজম হিরা-৬০, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের মাসুমা-৩৮, নগরীর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য শ্রী বিকাশ চন্দ্র-৩৩, পুলিশ সদস্য ইকবাল হোসেন-২৮, পুলিশ সদস্য প্রদীপ কুমার মন্ডল-৪২, পুলিশ সদস্য মাসুদ রানা-২৬, পুলিশ সদস্য মাজিদুর রহমান-৪১, নারী পুলিশ সদস্য উম্মে রুমানা-৩২, পুলিশ সদস্য তোবারক হোসেন-৪৮, নারী পুলিশ সদস্য শাহানা সুলতানা-৪১, রাজশাহীর মিশন হাসপাতালের মাহফুজ-৩৫, নগরীর ৩ নম্বর ওয়ার্ডের শামসুন নাহার -৮০, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান-৩২, নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমান-২৭, একই নম্বর ওয়ার্ডের রুবেল-২৩, নগরীর ২২ নম্বর ওয়ার্ডের তৃপ্তি ভট্ট- ৪৭, তার ছেলে আরজু ভট্ট-১৮, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের মাহফুজ হক-৩৭, নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের রাজিয়া সুলতানা-৪৭, নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের শাহিদা বেগম-৬৫, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের মাহফুজুল হক-৪০, একই নম্বর ওয়ার্ডের শিশু আহিয়ান-০২, সখিনা বেগম -৫৪, আবদুর সুকুর-৬২ ও নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের এম এস আই সাইফুল্লাহ-৫৯।

আরও পড়ুন:

রামেক ল্যাবে রাজশাহীর ২২জন সহ ৩৮ জনের করোনা শনাক্ত

রাসিকের ভেটানারি কর্মকর্তা ফরহাদ হোসেন করোনা আক্রান্ত

স/আর