রামেক ল্যাবে রাজশাহীর ২২জন সহ ৩৮ জনের করোনা শনাক্ত


নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা পরীক্ষা ল্যাবে বৃহস্পতিবার (২৫ জুন) আরো ৩৮ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে ২২ জনই রাজশাহী জেলায় বসবাস করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবটির ইনচার্জ ডা. সাবেরা গুলনাহার।

তিনি জানান, বৃহস্পতিবার দুই সিফটে মোট ১৮১ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এদের মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ।

আর এই ৩৮ জনের মধ্যে ১৭ জন নগরীতে বসবাস করছেন, তানোর উপজেলার ৫জন, পাবনার ৮জন এবং ৮জন নাটোরের।

রাজশাহী নগরীর ১৭ জন আক্রান্তরা হলেন, নগরীর লিটন (৩০), তোফাজ্জল হোসেন (৩০), শুভো (২১), সাব্বির আহমেদ (২৮), সাইদ মাহমুদ (৫৪), সুজন মিয়া (৩০), আশরাফ (৩৮), মুন্নাফ (২৪), নগরীর আবু হেনা মোস্তফা (৬০), রাজশাহী নগরীর পলাশ (২০), মাহফুজুর (২১), রবিউল (৪), শহিদুল্লাহ (২৭), আনোয়ার হোসেন (৪৪), জাহানারা (৫৬), মোহাদ্দেসুল আলম (২৪), শারমিন (২২)।

রাজশাহী জেলার তানোর উপজেলার ৫জন আক্রান্তদের মধ্যে রাকিব হাসান (৩৫), সুশান্ত কুমার (৩৪), মোবারক (৪৯), আব্দুর রাজ্জাক (৩৬), এএইচএম ফেরদৌস (৩৮)।

নাটোরের ৮জন আক্রান্তরা হলেন, সিংড়ার সুমন (৪০), জোবায়ের (৭০), নিসাত (২৫), মনোয়ার হোসেন (৩৬), ওসমান আলী (৩৫) এবং নাটোর সদর এলাকার শাহীন আলী (১৮), নাটোর সদর এলাকার জাহিদুল ইসলাম (৫৩), জাহাঙ্গীর আলম (৫৪),

পাবনার ৮জন আক্রান্তরা হলেন, আটঘোরিয়ার বাসেদ (৫৩), সদরের আরিফুল (৩৫), নজরুল ইসলাম (৩৯) ও সাইফুল (২৬), সুজানগরের রোকশানা (২৫) রাশেল (৩৮), হাবিবুল্লাহ (৮) ও রাবেয়া (৪৫)।

স/রা