সোমবার , ২৪ আগস্ট ২০২০ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতে ভেঙে পড়ল নির্মাণাধীন ৬ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার

Paris
আগস্ট ২৪, ২০২০ ১২:৫৪ অপরাহ্ণ

ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার রাতে ভেঙে পড়েছে নির্মাণাধীন একটি ফ্লাইওভার। রাজ্যের গুরুগ্রামের ব্যস্ত এলাকা সোহনায় ভেঙে পড়া ফ্লাইওভারটি প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ।

নির্মাণাধীন ফ্লাইওভারটির একটি অংশ ভেঙে পড়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। উদ্ধারকারী দল ফ্লাইওভার থেকে ভেঙে পড়া বড় বড় ব্লকগুলোকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে।

দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, ফ্লাইওভারের যে অংশ ভেঙে পড়েছে, তার থেকে মাত্র মিটার দশেক দূরে একটি গাড়ি যাচ্ছিল। কয়েক সেকেন্ডের এদিক-ওদিক হলেই ওই গাড়িটির ওপরেই একটি বড় অংশ ভেঙে পড়ত।

দুর্ঘটনার খবর জানিয়ে হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা টুইট করেছেন। গত কয়েক দিন ধরেই গুরুগ্রাম এলাকায় লাগাতার বৃষ্টি পড়ছে। পানিতে বেশ কিছু এলাকা অবরুদ্ধ হয়ে রয়েছে। এর মাঝেই সোহনা রোডে এমন দুর্ঘটনা আরও সমস্যা তৈরি করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - আন্তর্জাতিক