রবিবার , ২২ অক্টোবর ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ভারতকে সশস্ত্র ড্রোন দেবে যুক্তরাষ্ট্র

Paris
অক্টোবর ২২, ২০১৭ ৫:৫৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে সশস্ত্র ড্রোন রপ্তানির বিষয়ে চিন্তাভাবনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
ভারতীয় বিমান বাহিনীর আধুনিকীকরণের জন্য সশস্ত্র ড্রোন কিনতে চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ পাঠিয়েছে ভারত। বিষয়টি এখনও চূড়ান্ত না হলেও সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।

সশস্ত্র ড্রোন পাওয়া গেলে ভারতীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ৮০ থেকে ১০০ ইউনিট সশস্ত্র ড্রোনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে চলতি বছরের প্রথম দিকে অনুরোধ জানায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। এর জন্য ৮ বিলিয়ন ডলারের চুক্তি হতে পারে দুই দেশের মধ্যে।

গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকের পরই ভারতের কাছে সশস্ত্র ড্রোন বিক্রির বিষয়টি গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে আমেরিকার যুক্তরাষ্ট্র।

নরেন্দ্র মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ২২টি নিরস্ত্র গার্ডিয়ান ড্রোন বিক্রির কথা ঘোষণা করেছিল আমেরিকা। এবার সশস্ত্র ড্রোন নিয়েই চিন্তাভাবনা চলছে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ইন্দো-মার্কিন সম্পর্ক আরও ভালো করে তোলার লক্ষ্যেই এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

ভারত মহাসাগর, রেড সি ও পার্সিয়ান গাল্ফ-কে জলদস্যুদের হাত থেকে মুক্ত করতেও একসঙ্গে কাজ করছে দুই দেশ।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সর্বশেষ - আন্তর্জাতিক