রবিবার , ৬ অক্টোবর ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

Paris
অক্টোবর ৬, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পানিতে ডুবে তামিম আহম্মেদ নামের এক চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে আড়ানী বেড়েরবাড়ি গ্রামে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে গোসল করতে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। তামিম আহম্মেদ (৯) উপজেলার দিঘা পুকুরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, পূজার স্কুল ছুটিতে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে শিশুটি। দুপুর ১টার দিকে নানার বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারসহ এলাকায় শোকের ছাঁয়া নেমে এসছে।

তামিম আহম্মেদের বাবা শফিকুল ইসলাম বলেন, আমার ভাগ্যটা খুব খারাপ। আজ থেকে ৮ বছর আগে আমার ৩ ছেলের আরেক ছেলে এভাবে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। তামিমের মৃত্যুতে সংবাদ পাওয়ার পর বার বার মূর্ছা যাচ্ছিল তার মা নাসরিন বেগম।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে তিনি জানেন না। তার কাছে লিখিত কিংবা মৌখিকভাবে কোনো সংবাদ কেউ দেয়নি বলে জানান তিনি।

 

স/শা

সর্বশেষ - রাজশাহীর খবর