বুধবার , ২১ সেপ্টেম্বর ২০১৬ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘায় গাঁজার আস্তনা পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী

Paris
সেপ্টেম্বর ২১, ২০১৬ ৭:৩২ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় গাঁজা খাওয়ার আস্তানা পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। গাঁজা সেবনকারীরা গোপন থেকে প্রকাশ্যে সেবন করা শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার এলাকার লোকজন ঘরটি ভেঙ্গে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

 
জানা যায়, উপজেলার তেপুকুরিয়া গ্রামের জয়নাল আলী সাধকের দরবার বলে পরিচিত এই ঘর। এই ঘরে গাঁজার আসর বসানো হতো। বিগত কয়েক বছর ধরে এখানে গোপনে গাঁজা সেবন করলেও সম্প্রতি তা প্রকাশ্যে রুপ নেয়।

 
তেপুকুরিয়া গ্রামের মাতবর হোসেন, হাশেম  আলী, জিল্লুর রহমান ও বাচ্চু মেম্বর বলেন, এলাকার পরিবেশ নষ্ট হওয়ায় নিষেধ করা হলেও কোন কথাই শোনেনি জয়নাল আলী সাধরক। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে গাঁজা সেবনের ঘরটি ভেঙ্গে ফেলে পুড়িয়ে দিয়েছে।

 
জয়নাল আলী সাধকের দাবি আগুন ধরিয়ে দেওয়ায় তার ঘরে থাকা বিছানাপত্রসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ভস্মিভূত হয়েছে।

 
বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এছাড়া কেউ জানায়নি।
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর