রবিবার , ২০ মার্চ ২০২২ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন কাল

Paris
মার্চ ২০, ২০২২ ৮:০৯ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন কাল অনুষ্ঠিত হবে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে শাহদোৗলা সরকারি কলেজ মাঠে। মধ্যাহৃভোজের পর দুপুর সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের স্বাক্ষরিত এক চিঠিতে জানা গেছে, সকাল ১০ টায় সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ, এইচ, এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অথিতি থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন,সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম ঠান্ডু ও বেগম আখতার জাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন, রাজশাহী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ৎ আব্দুল ওয়াদুদ দারা (সাবেক এমপি)। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।

আশরাফুল ইসলাম বাবুল জানান, ২৫ হাজার নেতা-কর্মীর উপস্থিতির টার্গেট রেখে সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাউন্সিল অধিবেশনের পর বিকেল ৫টা থেকে শাহদৌলা সরকারি কলেজ মাঠে কনসার্টের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ নভেম্বর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন আশরাফুল ইসলাম বাবুল।

জি/আর

সর্বশেষ - রাজনীতি