ফ্লাইওভারেও বেপরোয়া বাস, প্রাণ গেল দুজনের

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আক্তার হোসেন (৩৬) ও মফিজুল ইসলাম (৪০)।

নিহতদের মধ্যে আক্তার মোটরসাইকেল আরোহী ও মফিজুল ফ্লাইওভারে লাইনম্যান হিসেবে ডিউটিরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান।

নিহত আক্তারের স্ত্রী ফরিদা পারভীন এ বিষয়ে গণমাধ্যমকে জানান, তিনি ঢামেক হাসপাতালের আউটডোরে সিনিয়র নার্স হিসেবে কর্মরত। তাদের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়। আকতারের বাবা মৃত আ. রউফ মিয়া। দুই ছেলেসহ পরিবার নিয়ে আজিমপুর সরকারি কোয়ার্টার ৮৪/জে বাসায় থাকেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মেডিক্যালের ল্যাব ইনচার্জ হিসেবে চাকরি করতেন আকতার। বিকেলে কাজ শেষে মোটরসাইকেলে করে বাসা ফিরছিলেন তিনি। পথে হানিফ ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি মর্গে রাখা হয়েছে।

 

সুত্রঃ কালের কণ্ঠ