মঙ্গলবার , ১ নভেম্বর ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ফারহান

Paris
নভেম্বর ১, ২০১৬ ৮:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

এক যুগেরও বেশি সময় সংসার করার পর গত জানুয়ারিতে দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার এবং আধুনা ভবানী। বিচ্ছেদের পর থেকেই বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে ফারহানকে জড়িয়ে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সব শেষ এ তালিকায় যুক্ত হয়েছেন শ্রদ্ধা কাপুর।

 

২০০৮ সালে রক অন সিনেমা দিয়ে দর্শক প্রিয়তা পেয়েছিলেন ফারহান আখতার। চলতি বছর মুক্তি পাচ্ছে রক অন-টু। ট্রেইলার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। এ সিনেমায় অভিনয় করছেন শ্রদ্ধা। গুঞ্জন শোনা যাচ্ছিল, রক অন-টু সিনেমার সেটে ঘনিষ্ঠতা বেড়েছে ফারহান-শ্রদ্ধার। এখন নাকি তারা চুটিয়ে প্রেম করছেন।

 

এ প্রসঙ্গে ফারহান আখতার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘আমি এই ধরনের মানুষকে আরো বিষয়বস্তু যোগান দিতে চাই না। তারা যা ইচ্ছা লেখতে পারে। আমার জীবন যেভাবে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে।’

 

এর আগে ফারহান আখতারের সঙ্গে প্রেমের গুঞ্জনে কিছুটা রাগান্বিত হয়েই শ্রদ্ধা বলেছিলেন, ‘সবকিছুর একটা সীমা রয়েছে। আপনি যা খুশি তা লিখতে পারেন না। আপনাকে মানুষের অনুভূতিটাও মাথায় রাখা উচিত। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের কথাও আপনার চিন্তা করা উচিত।’

 

তার আগে অদিতি রাও হায়দানি এবং কালকি কোচলিনের সঙ্গেও ফারহানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

 

সূত্র: রাউজিংবিডি

সর্বশেষ - বিনোদন