রবিবার , ২৪ অক্টোবর ২০২১ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

প্রথম ওভারেই লঙ্কান দুর্গে নাসুমের আঘাত

Paris
অক্টোবর ২৪, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ

বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭২ রানের টার্গেট ছুড়ে দিয়েছে টাইগাররা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের বোলিংয়ে এরই মধ্যে এক ওপেনারকে হারিয়েছে তারা।

বাংলাদেশের বোলিং আক্রমণের শুরুটা হয় নাসুমের হাত ধরে। প্রথম ওভারের চতূর্থ বলেই কুশল পেরেরাকে বোল্ড করে দেন এই স্পিনার। প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার স্কোর ৩ ওভারে এক উইকেটে ২৬ রান। চারিথ আসালাঙ্কা ২১ ও পাথুম নিসাঙ্কা ৪ রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে টাইগাররা। নাঈম শেখ ৫২ বলে ৬২ রান করেন। বিশ্বকাপে এটি নাঈমের দ্বিতীয় ফিফটি। এর আগে প্রথম রাউন্ডে ওমানের বিপক্ষে ম্যাচে ৫০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।

অফ-ফর্মে থাকা মুশফিকুর রহীমের ব্যাটও হেসেছে আজ। ৩৭ বলে ২ ছক্কা ও ৫ চারের সাহায্যে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা