পুঠিয়ায় মৃত নারী পুলিশের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া থানায় কর্তব্যরত অবস্থায় সামিয়ারা খাতুন (২৭) নামের একজন পুলিশ সদস্যর মৃত্যুর পরে করোনা আক্রান্ত সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুলিশের দাবি, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৫ মে) সকাল ৭ টার দিকে বাসা থেকে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সামিয়ারা খাতুনের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। তবে চাকুরির সুবাদে শিশু সন্তানসহ থানার পাশের একটি ভাড়া বাসায় থাকতেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশ সদস্য সামিয়ারা খাতুন মৃত্যুর আগে পুঠিয়া থানায় কর্মরত ছিলেন। সোমবার সকালে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরে পুঠিয়া হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি সে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেছে।

স/আর