রবিবার , ৩ জানুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাঁচ দিন পর বাড়তে পারে শীতের তীব্রতা

Paris
জানুয়ারি ৩, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ

আগামী পাঁচ দিন পর শীতের তীব্রতা বাড়তে পারে। অর্থাৎ আগামী ৯ অথবা ১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। এরপরের অন্তত এক সপ্তাহ আবহাওয়া এমন থাকতে পারে।

রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‌‘৯-১০ জানুয়ারির দিকে তাপমাত্রা কমতে শুরু করতে পারে। ফলে দেশের প্রায় সর্বত্রই দিন ও রাতের তাপমাত্রা কমবে। এতে শীতের তীব্রতা আরেকটু বাড়বে। দেশের যেসব অঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে সেগুলো আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে।

তবে ঢাকা ও এর আশপাশে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা তেমন নেই বলে তিনি জানান।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আর নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

সর্বশেষ - জাতীয়