শুক্রবার , ১৮ জুন ২০২১ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ছে সংক্রমণের হার

Paris
জুন ১৮, ২০২১ ১০:৪৩ পূর্বাহ্ণ

আবারো কমেছে পশ্চিমবঙ্গে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,০১৮ জন। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৪ হাজার ২৪৯। তবে দৈনিক সংক্রমণ কমলেও সক্রিয় রোগীর সংখ্যা ক্রমশই বাড়ছে। বৃহস্পতিবার এই সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুর সংখ্যাও একটু একটু করে কমছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৬৯। সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও কমছে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার সামান্য বেড়েছে। বুধবার এই হার ছিল ৫.২৭ শতাংশ। বৃহস্পতিবার তা বেড়ে হয়েছে ৫.৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৬৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ১ কোটি ৩৫ লক্ষ ২৩ হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণ কমলেও উত্তর ২৪ পরগনা এবং কলকাতার করোনার সংক্রমণের চিত্র উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় ৪৩১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৭ জন। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃত্যু হয়েছে ১১ জনের।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক