বুধবার , ১২ সেপ্টেম্বর ২০১৮ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পটানোর দায়ে নায়িকার বিদায়?

Paris
সেপ্টেম্বর ১২, ২০১৮ ৬:৫৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নতুন ছবি শুরু হবে। নায়ক হৃতিক রোশন, নায়িকা দিশা পাটানি। শুরু করার আগেই ছবি ছেড়ে দিয়েছেন দিশা। নায়ক হৃতিক নাকি তাঁকে পটাতে শুরু করেছিলেন। কিন্তু বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দিশার কথিত প্রেমিক টাইগার শ্রফ।

হৃতিক রোশন ও টাইগার শ্রফের নতুন একটি ছবি নিয়ে ঘটনা। সেখানেই কাজ করার কথা ছিল দিশা পাটানির। ঘটনা জানতে চাইলে টাইগার সাংবাদিকদের বলেন, ‘এটা কি আর নতুন কিছু? গুজবের শিকার হওয়া তারকাদের কাজেরই অংশ। শুধু হৃতিক স্যার কেন, সব তারকাকেই এসব সহ্য করতে হয়। লাইমলাইটে এলেই আপনি টার্গেট হয়ে যাবেন। যেটা নিয়ে কথা বলছেন, সেটা গুজব। আমি দুজনকে খুব ভালোভাবে চিনি, জানি। তাঁরা কেউই তেমন নন। মানুষ হিসেবে দুজনই চমৎকার।’ খবরটিকে শিশুতোষ ও দায়িত্বজ্ঞানহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন দিশা নিজেও। বলেছেন, ‘হৃতিক একজন মর্যাদাসম্পন্ন লোক।’

হৃতিক রোশনযশরাজ ফিল্মসের তত্ত্বাবধানে হৃতিক ও টাইগার শ্রফ মিলে একটা নতুন ছবির কথা ভাবছিলেন। ভালো নাচ করেন বলে সুনাম আছে এ দুই তারকার। দুজন মিলে ভালো কিছু করবেন, এই ছিল ভাবনা। টাইগার বলেন, ‘কিছুদিন আগে এ নিয়ে আমরা আলাপ করছিলাম। তখনো ছবির গানগুলো লেখা হয়নি। ঘটল এক মজার কাণ্ড। এক জায়গায় একসঙ্গে নাচতে হয়েছিল তাঁদের।

হৃতিক প্রসঙ্গে টাইগার বলেন, ‘তাঁর সঙ্গে কাজ করা আমার সারা জীবনের স্বপ্ন। তাঁকে দেখি একজন চিত্রনায়ক ও একজন ভালো মানুষ হিসেবে। আমি তাঁর বিরাট ভক্ত। তাঁর কাছ থেকে সব সময় শিখি। আশা করি, অক্টোবর থেকে আমরা শুটিং শুরু করতে পারব।’

টাইগার শ্রফভারতের একটি ব্র্যান্ড প্রতিষ্ঠানের নতুন একটি পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন এই তারকা। গুজবকে উড়িয়ে দিয়ে তিনি জানান, কাজ শুরু করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে। এই নির্মাতা সৌজন্য সাক্ষাৎ করেছেন বলে ভীষণ খুশি টাইগার। বলেছেন, তিনি খুব ভালো মানুষ।

টাইগারকে শিগগির দেখা যাবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবিতে। এ ছবিতে নাকি কোনো চুমুর দৃশ্য নেই। কেন? তিনি বললেন, ‘এটাও গুজব। আমার ছবি দেখেননি? আমার ছবিতে প্রয়োজনে চুমু-টুমু থাকে। আমি যে ইচ্ছে করে দিই, তা নয়। গল্পে যদি থাকে, তাহলে তো দিতে হবেই। আমার এ নিয়ে কোনো সমস্যা নেই। নায়ক হিসেবে আমাকে সবই করতে হবে।’ হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত