নাচোলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

ভ্রাম্যামান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনাসভা, গীতাপাঠ ও ধর্মীয় লীলা কীর্তণ।

 
বৃহস্পতিবার বেলা ১১টায় নাচোল কেন্দ্রীয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরএলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 
কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি ও নাচোল মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আশীষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।

 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামপুর ইউপির সাবেক চেয়ারম্যান নিতাই চন্দ্র বর্মন, শহীদ স্মৃতি কলেজের প্রভাষক গোবিন্দ চন্দ্র বর্মন, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক সুধেন চন্দ্র বর্মন কেন্দ্রীয় মন্দির কমিটির সেক্রেটারী স্বপন সাহা, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রঞ্জনা রানী ফুন্সি, জেলা আদিবাসী মূক্তি মোর্চার সভাপতি বিশ্বনাথ মাহাতো, উপজেলা যুবলীগের সেক্রেটারী ব্রজেন্দ্রনাথ মাহাতো, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর কাবুল হোসেন।

 
এছাড়াও বিভিন্ন এলাকা থেকে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

স/শ