বাগমারায় মানসিক প্রতিবন্ধী কৃষক ইসমাঈল নিখোঁজ

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ইসমাঈল হোসেন (৬০) নামে এক মানসিক প্রতিবন্ধী এক কৃষক গত ৮ দিন যাবত নিখোঁজ হয়েছে। মানসিক প্রতিবন্ধী ইসমাঈল হোসেন এক সময় ভালো কৃষক ছিল। বিগত ৪/৫ বছর থেকে তার মাথা বিগড়ে যায়। এতে করে তার স্মৃতি লোপ পেয়ে কর্ম শক্তি হারিয়ে ফেলে অসহায় দিন যাপন করছিল।

 
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বালানগর গ্রামের মানসিক প্রতিবন্ধী কৃষক ইসমাঈল হোসেন গত ৭/৮ দিন পূর্বে বাড়ি থেকে বের হয়ে উপজেলার সাঁইপাড়া গ্রামে জমাই বেশারতুল্ল্যার বাড়িতে যায়। সেখানে দু’দিন অবস্থান শেষে বাড়ি ফেরার কথা বলে আসলেও এখনো সে বাড়ি আসেনি। গত কয়েকদিন ধরে তাকে সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজির পর নিখোঁজের সন্ধান মিলেনি।

 
নিখোঁজের পুত্র ডালিম হোসেন জানান, তার পিতা খুব সহজ সরল, কখন একটু একটু কথা বলে, তার গায়ের রং শ্যামলা পরনে চেক লঙ্গি, গায়ে গোলাপী রংয়ের গ্রামীন ফুতুয়া ও ঘাড়ে গামছা ছিল। বাড়ি আর ভবানীগঞ্জ বাজার ছাড়া তেমন কোথাও যেত না। তবে ঘটনার দিনে তিনি দিক ভোলা হয়েছে।

 
পিতাকে ফিরে পেতে তিনি কোন সদয় ব্যক্তিদের  ০১৭৬১৩৭৮৩৫৫ মোবাইল ফোনে খোঁজ জানানোর  অনুরোধ জানিয়েছেন।
স/শ