শুক্রবার , ২৫ আগস্ট ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

নওগাঁয় দীর্ঘ ২৮ বছর পর বাদীকে জমি বুঝে দিল আদালত

Paris
আগস্ট ২৫, ২০২৩ ৬:৩২ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁ দীর্ঘ ২৮ বছর মামলা চলার পর পুলিশি সহায়তায় বাদীকে ১০ শতক জমি বুঝিয়ে দিলেন নওগাঁর দায়রা জজ আদালত। শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার দুবলহাটি বাজারে আনুষ্ঠানিকভাবে মামলার বাদীকে এই জায়গা বুঝিয়ে দেওয়া হয়।

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মাইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, দুবলহাটি বাজারে বাদী আজিজুল হকের ১০ শতক জমিতে দোকনঘরসহ বিভিন্ন স্থাপনা ছিল। হঠাৎ করে বিবাদী দেলোয়ার হোসেনসহ কয়েকজন বাদীর দোকানঘর ভেঙ্গে দিয়ে নিজের জমি দাবি করে সেখানে দোকনঘর তৈরি করেন। এরপর ১৯৯৬ সালে আজিজুল হক ও তার স্ত্রী মমতাজ আরা বেগম নওগাঁর সদর সিনিয়র সহকারী জজ আদালতে এবিষয়ে একটি মামলা করেন। দেলোয়ার হোসেন ও তার স্ত্রীসহ ৬জন এই মামলার বিবাদী ছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত ২০১৯ সালে বাদী পক্ষে রায়দেন।

পরবর্তীতে বিবাদী পক্ষ জেলা ও দায়রা জজ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করলে চলতি বছরের ২৩ জুলাই আগের রায় বহাল রেখে আজিজুল হক ও তার স্ত্রীর পক্ষে রায় প্রদান করে আদালত। এর পর গত ১৩ আগস্ট নওগাঁ সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. কুদরাত-ই-খোদা দখল উচ্ছেদের জন্য জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এরই প্রেক্ষিতে আজ ঘটনাস্থল থেকে বিবাদীর স্থাপনা ভেঙ্গে বাদীকে জায়গা বুঝে দেওয়া হয়। বাদী আজিজুল হক বলেন, তারা জোর করে আমার জমি দঘল করে ভোগ করে আসছিলেন। দীর্ঘদিন মামলা চলার পর আদালত থেকে লোকজন এসে আমার জমি আমাকে বুঝে দিয়েছে। এতে আমি খুশি। নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হক বলেন, বাদির পক্ষে রায় ঘোষনার পর আদালতের নির্দেশে ঘটনাস্থলে উপস্থিত থেকে বাদীকে ১০ শতক জায়গা বুঝে দেওয়া হয়েছে। এসময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহীর খবর