বৃহস্পতিবার , ২ জানুয়ারি ২০২০ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ধোনি-ভারতকে খাটো করে ট্রোলের শিকার শোয়েব

Paris
জানুয়ারি ২, ২০২০ ১২:০৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রোলের শিকার ভারতের জামাই তথা পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিক। বড়দিন উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। টুইটারে একটি ম্যাচে ভারতকে হারানোর ছবি পোস্ট করে সাবেক পাক অধিনায়ক লেখেন,দোস্ত ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা।

ছবিতে দেখা গেছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় মহারণে ভারতকে হারিয়ে ফিস্ট আপ করে সেলিব্রেশন করছেন শোয়েব। তার সামনে মূর্তিমান দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি।

ইতিমধ্যে এ ছবি ঘিরে বিতর্ক ও ট্রোলিং শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেটভক্তরা শোয়েবের পোস্টটি একেবারে ভালোভাবে গ্রহণ করেননি। ভারতকে হারানো ও ধোনির হতাশার অভিব্যক্তির সঙ্গে ক্রিসমাসের কোনো প্রাসঙ্গিকতা নেই উল্লেখ করে অনেকেই তার রুচির নিন্দা করেছেন। সেই সঙ্গে ৮ বছর আগে বেঙ্গালুরুতে পাক-ভারত ম্যাচের ছবি কেন তিনি ব্যবহার করলেন তা নিয়ে নানা ট্রোলিং শুরু হয়েছে।

সেবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শোয়েবের ব্যাটে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। ২০১২ সালের শেষদিকে সেই ম্যাচে ৫৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন তিনি। সেই ছবি বেছে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানানোয় তার সৌজন্যবোধ নিয়ে চিমটি কেটে পাল্টা পোস্ট শুরু করছেন ভারতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্টরা।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ শোয়েব। তা সত্ত্বেও তিনি কেন এমন ছবি নির্বাচন করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার বিরুদ্ধে ভারতকে অপমান করার অভিযোগ এনেছেন অনেকে। সৌজন্যবোধ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সর্বশেষ - খেলা