বুধবার , ২৯ নভেম্বর ২০১৭ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজে ভর্তি পরীক্ষা শুক্রবার

Paris
নভেম্বর ২৯, ২০১৭ ৫:২৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭টি কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষর প্রথম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভর্তি পরীক্ষা মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রোগুলো হলো- ইডেন মহিলা কলেজ (রোল নং ৩০০০০১ থেকে ৩০৫০০০), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (রোল নং ৩০৫০০০১ থেকে ৩০৭৩৬৯), ঢাকা কলেজ (রোল নং ৩০৭৩৬৯ থেকে ৩১০৮৯৬), কবি নজরুল সরকারি কলেজ (রোল নং ৩১০৮৯৭ থেকে ৩১২৪৪০), সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজ (রোল নং ৩১২৪৪১ থেকে ৩১৪৬৪০), সরকারি তিতুমীর কলেজ (৩১৪৬৪১ থেকে ৩১৮১৪০), সরকারি বাঙলা কলেজ (রোল নং ৩১৮১৪১ থেকে ৩২০৬২০), আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ (রোল নং ৩২০৬২১ থেকে ৩২২১৩০) এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ (রোল নং ৩২২১৩১ থেকে ৩২৩৭০৪)।

কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগে ১৬ হাজার ৯শ আসনে বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৭শ ৪ জন।

বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর এবং বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইট পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

সূত্র: বাংলা নিউজ

সর্বশেষ - শিক্ষা