সোমবার , ২৭ জানুয়ারি ২০২০ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জীবনের সত্য ফাঁস করে বিতর্কের মুখে সোনালী বেন্দ্রে

Paris
জানুয়ারি ২৭, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দীর্ঘদিন ধরে মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত নব্বই দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের জীবনের গল্প শুনিয়েছেন তিনি।

অনুষ্ঠানে নিজের জীবনের কিছু সত্য কথা ফাঁস করে এখন বিতর্কের মুখে পড়েছেন এই নায়িকা। ক্যানসারের চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন নিউইয়র্কে। সেখানে এক সংবাদ সম্মেলনে সোনালী বেন্দ্রে শুনিয়েছেন তার জীবনের গল্প।

অনুষ্ঠানে সোনালী বেন্দ্রে বলেন, ‘সিনেমা আমার জীবন বদলে দিয়েছে। আমি এক মধ্যবিত্ত পরিবারের সন্তান। মায়ের উৎসাহে সিনেমায় এসেছিলাম। সিনেমা ছাড়াও আমার বই পড়তে ভীষণ ভালোলাগে। বই পড়ে অনেকে কিছু শিখেছি।’

সোনালী আরও বলেন, ‘আমার আয়ের উৎস ছিল সিনেমা। সত্যি কথা বলতে টাকা রোজকার করার জন্যই আমি এসেছিলাম সিনেমার জগতে।’ সোনালীর বলা শেষের কথাগুলোকে কেন্দ্র করে বইছে সমালোচনার ঝড়।

নব্বইয়ের দশকে সোনালি ‘আগ’, ‘দিলজালে’, ‘ডুপ্লিকেট’, ‘জখম’, ‘সারফারোশ’ ছবির মাধ্যমে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছিলেন সোনালি। ২০০২ সালে বিয়ের পর নিজেকে গুটিয়ে নেন তিনি।

সর্বশেষ ২০১৩ সালে ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবিতে অভিনয় করেন। এর বাইরে টিভি সিরিয়াল ‘আজিব দাস্তা হ্যায় ইয়ে’-তে অভিনয় করেন সোনালি।

তেলুগুর, হিন্দি ছাড়াও অন্যন্য ভাষায় ছবি করে বিশেষ ভাবে দর্শকদের সুনজরে রয়েছেন তিনি।

সর্বশেষ - বিনোদন