মঙ্গলবার , ৫ নভেম্বর ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জন্মদিনের শুভেচ্ছার পাল্টা, ম্যাককালামকে ‘বাজ’ইগর বললেন শাহরুখ

Paris
নভেম্বর ৫, ২০১৯ ১০:১১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গেল আগস্টে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হেড কোচ নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম। এ পদের জন্য ক্লাব মালিক তথা বলিউড কিং শাহরুখ খানের পূর্ণ সমর্থন পেয়েছেন তিনি।

কেকেআরের সাবেক ক্রিকেটারও ব্রেন্ডন। একইভাবে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে দলটির অধিনায়কত্ব পাওয়ার সময়ও বলি বাদশাহকে পাশে পেয়েছিলেন তিনি।

স্বভাবতই শাহরুখের প্রতি আনুগত্য প্রকাশে কোনো কার্পণ্য করেননি ম্যাককালাম। কেকেআর মালিকের জন্মদিন ভুলে গিয়ে তাকে বিলম্ব শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বলিউড তারকাকে ‘বস’ বলে সম্বোধন করেছেন কিউই কিংবদন্তি।

প্রতি ক্ষেত্রে তার ওপর বিশ্বাস রাখার জন্য শাহরুখকে ধন্যবাদও জানিয়েছেন ব্রেন্ডন। কুচ কুচ হোতা হ্যায়খ্যাত তারকাকে মজাদার, মহান, বিশ্বস্ত ও অনুপ্রেরণা বলে অভিহিত করেছেন তিনি।

পাল্টা টুইটবার্তায় ম্যাককালামকে নিজস্ব স্টাইলে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। নিজের সুপারহিট সিনেমা বাজিগরের সূত্র টেনে ব্ল্যাক ক্যাপস তারকাকে ‘বাজ’ইগর বলে সম্বোধন করেছেন তিনি।

আইপিএল ক্যারিয়ারে পাঁচ বছর শাহরুখের দলে কাটিয়েছেন ম্যাককালাম। টুর্নামেন্টের প্রথম সংস্করণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তা এখনও টি-টোয়েন্টি ক্রিকেটের সম্পদ।

২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হন ব্রেন্ডন। নিজের ক্যারিয়ারে ব্যাটসম্যান হিসেবে সর্বদা বিধ্বংসী মেজাজে থাকা এ ক্রিকেটার গত আগস্টে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান।

এর আগে গ্লোবাল কানাডা টি-টোয়েন্টি লিগে চুটিয়ে খেলেন ম্যাককালাম। খেলোয়াড়ি জীবন শেষ হতেই সরাসরি কোচিংয়ে ঢুকে পড়েন তিনি। কেকেআরের পাশাপাশি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ত্রিনবাগো নাইট রাইডার্সের কোচ ম্যাককালাম।

সর্বশেষ - খেলা