বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে কে কার মুখোমুখি

নিউজ ডেস্ক
এপ্রিল ১৮, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

সিল্কসিটি নিউজ ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শেষ হলো। নিশ্চিত হয়েছে কোন কোন দল সেমিফাইনালে উঠবে। এছাড়া শেষ চারে কে কার মুখোমুখি হবে সেটিও নিশ্চিত করা হয়েছে।

গতকাল বুধবার বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ সেমি নিশ্চিত করে। এই দলদুটি প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও বুরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে যোগ দিয়েছে।

বায়ার্ন গতকাল শেষ আটের দ্বিতীয় লেগে আর্সেনালকে ১-০ গোলে হারায়। প্রথম লেগে ২-২ গোলে ড্র থাকায় দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট কাটে টমাস টুখেলের শিষ্যরা।

অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ইতিহাদ স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলায় ১-১ গোলে ড্র থাকে। যেখানে দুই লেগ মিলিয়ে ৪-৪ হওয়ায় অবশেষে খেলার ফলাফল নির্ধারণে টাইব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি। সেই টাইব্রেকারে সিটিকে ৪-২ ব্যবধানে হারায় রিয়াল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়ালের মাঠে ৩-৩ গোলে ড্র হয়েছিল।

মঙ্গলবার ডর্টমুন্ড ও পিএসজি সেমি নিশ্চিত করে। ডর্টমুন্ড আতলেতিকো মাদ্রিদকে দ্বিতীয় লেগে ৪-২ গোলে উড়িয়ে দেয়। যেখানে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের জয় পায়। আর পিএসজি বার্সেলোনাকে ৪-১ গোলে বিধ্বস্ত করে। দুই লেগ মিলিয়ে প্যারিসের দলটি ৬-৪ গোলে শেষ চারে ওঠে।

সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে। আর পিএসজি খেলবে ডর্টমুন্ডের বিপক্ষে। আগামী ৩০ এপ্রিল বায়ার্ন বনাম রিয়াল শেষ চারের প্রথম লেগে মুখোমুখি হবে। আর ১ মে প্রথম লেগে খেলবে ডর্টমুন্ড-পিএসজি। যেখানে ৭ মে পিএসজি-ডর্টমুন্ড ফিরতি লেগে মুখোমুখি হবে। আর ৮ মে রিয়ার-বায়ার্ন।

সর্বশেষ - রাজশাহীর খবর