শুক্রবার , ২৩ নভেম্বর ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

Paris
নভেম্বর ২৩, ২০১৮ ১২:১১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জে জমি জমা বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার খেলনা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গোলাম ফারুক জানান, জমি জমা ও আধিপত্য বিস্তার নিয়ে খেলনা গ্রামের মেম্বার ফরিদের সঙ্গে আবুল কালামের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সংঘর্ষে মারাত্মক আহত দু’জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ছয়জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, এলাকার পরিস্থিতি এখন শান্ত। তবে কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দায়ের করেনি।

সর্বশেষ - জাতীয়