রবিবার , ১৬ আগস্ট ২০২০ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গোদাগাড়ীতে মাস্ক না পড়ায় ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Paris
আগস্ট ১৬, ২০২০ ৮:১৭ অপরাহ্ণ

 গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

রবিবার  বিকাল ৪ থেকে উপজেলা মহিশালবাড়ি রেলবাজার ও শহীদ ফিরোজ চত্বর বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এ সময় মাস্ক না পরা, মাস্ক ঝুলিয়ে রাখা, পকেটের রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ আইনে এমন ৭ জনের কাছ থেকে মোট ৭ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এক জনকে পাঁচ হাজার, তিন জনকে পাঁচ শত করে, দুই জনকে দুই শত করে মোট সাত হাজার একশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ সময় ৬৫ জন জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন এবং স্বাস্থ্যবিধি মানার জন্যে বিভিন্ন গণ পরিবহনে সতর্ক করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স/আ.মি

সর্বশেষ - রাজশাহীর খবর