রবিবার , ২৯ জুলাই ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাধাকে রঙ করে জেব্রা বানানোর চেষ্টা!

Paris
জুলাই ২৯, ২০১৮ ১১:০৩ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মিশরের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি গাধাকে সাদা-কালো রঙ দিয়ে জেব্রা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। দেশটির রাজধানী কায়রোর আন্তর্জাতিক গার্ডেন মিউনিসিপাল পার্ক কর্তৃপক্ষ এ কাজ করেছে। খবর বিবিসি’র।

কায়রোয় সম্প্রতি চালু হওয়া ওই চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন ১৮ বছর বয়সী মাহমুদ সারহান। সেখানে গিয়ে তিনি এই অদ্ভুত বিষয়টি আবিষ্কার করেন।

তিনি বলেন, বেশ কয়েকটি কারণে আমার ওই প্রাণীটির ব্যাপারে সন্দেহ তৈরি হয়। ওই প্রাণীটির গায়ের কালো রঙটা গলে গিয়েছিল এবং সেটির কানও অস্বাভাবিক মনে হয়েছে। পরে তিনি ফেসবুকে ওই প্রাণীটির একটি ছবি প্রকাশ করেন। এরপরই সেটি ভাইরাল হয়ে যায়।

ওই ছবিতে দেখা গেছে, তিনি বিমূঢ় হয়ে ওই প্রাণীর পাশে দাঁড়িয়ে আছেন। তার ছবির নিচে লেখা ছিল, দেশে নির্বুদ্ধিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা একটি গাধা কিনে সেটিকে রঙ মেখে জেব্রা বানানোর চেষ্টা করেছে।

তবে ওই চিড়িয়াখানার পরিচালক মোহাম্মেদ সুলতান এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আসল জেব্রা, কোনও রঙ করা প্রাণী নয়।

উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে চীনের একটি চিড়িয়াখানা কেশবহুল একটি কুকুরকে সিংহ হিসেবে চালিয়ে দিতে চেষ্টা করে। পরে সেই ‘সিংহ’ কুকুরের মতো ঘেউ ঘেউ করে ডেকে উঠলে মূল ঘটনা প্রকাশ্যে আসে।

সর্বশেষ - বিচিত্র