রবিবার , ৬ মে ২০১৮ | ৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গাজীপুরে হাসান সরকারের বাসা ঘিরে রেখেছে পুলিশ, ভেতরে কেন্দ্রীয় নেতারা

Paris
মে ৬, ২০১৮ ৯:০৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। রোববার বিকালে ওই বাসভবনে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু জানিয়েছেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকতউল্লাহ বুলুসহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রোববার বিকালে দলীয় মেয়রপ্রার্থী হাসান সরকারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেন।

এ সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে। ব্রিফিং শেষে বিকাল সোয়া ৫টার দিকে আবদুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

হাসান সরকারের ওই বাসভবনে বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। তাদের যে কোনো সময় আটক করা হতে পারে বলে জানা গেছে।

সর্বশেষ - জাতীয়