বৃহস্পতিবার , ২৪ মে ২০১৮ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ক্যাটরিনা, ইউলিয়া অতীত নতুন প্রেম সলমন

Paris
মে ২৪, ২০১৮ ১১:০৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ক্যাটরিনা, ইউলিয়া এখন অতীত৷ নতুন নায়িকার প্রেমে পাগল বলিউডের ‘ভাইজান’৷ এই নায়িকা এবং সলমন খানকে নিয়ে বিতর্ক আগেও খানিক ছিল৷ তবে সম্প্রতি সেই হিরোইনের হট ছবি ট্যুইট করে যেন আগুনে ঘি ঢালার কাজ করলেন ভাইজান৷

লাল শিফনের শাড়ি পরে দাঁড়িয়ে জ্যাকলিন৷ সল্লু মিঞার আপলোড করা এই ছবি এখন টক অফ দ্য টাউন৷ সোনম কাপুরের বিয়েতে জ্যাকলিন এবং সলমন একসঙ্গে এন্ট্রি নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন গোটা ইন্ডাস্ট্রিকে৷ এখন বলিউডের নতুন লাভবার্ডস হল সলমন-জ্যাকি৷ অন্তত গুঞ্জন তো এমনটাই বলছে৷

‘রেস থ্রি’র শ্যুটিং ফ্লোরে জ্যাকলিনের একটি ছবি শেয়ার করেন সলমন৷ যেখানে লাল শাড়িতে তাঁর রূপ ঠিকরে পড়ছিল৷ ছবিটি নিঃসন্দেহে সুন্দর৷ তাই জন্যই নিমেষে ভাইরাল হয় পিকচারটি৷ তবে ভাইরাল হওয়ার আরেকটি কারণ হল সলমন নিজেই ছবিটি ট্যুইট করে ক্যাপশন দিয়েছেন, “কী মিষ্টি লাগছে জ্যাকলিনকে!”

দিন কতক আগে ইউলিয়ার ভান্তুরের একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে নিন্দুকদের মধ্যে জল্পনা বেশ ঘোলাটে হয়েছিল৷ সঠিক প্রেমের পুরুষকে বেছে নিতে ব্যর্থ হয়েছেন তিনি৷ এমনই একটি পোস্ট করেছিলেন এই রাশিয়ান সুন্দরী৷ সূত্রের খবর, সোনমের বিয়েতে জ্যাকলিনের সঙ্গে সলমনের ঘনিষ্ঠতা ইউলিয়ার পছন্দ হয়নি৷ তাই জন্যই তিনি এমন প্রেমের ব্যর্থতা সংক্রান্ত স্টেটাস দিয়ে বসেন৷ সলমনের সঙ্গে ইউলিয়ের প্রেম একটা সময় চর্চার বিষয় ছিল৷ তবে হঠাৎ জ্যাকির সঙ্গে ‘ভাইজান’র ঘনিষ্ঠতা অন্যদিকে ইশারা করছে৷

 

সর্বশেষ - বিনোদন