বুধবার , ৪ এপ্রিল ২০১৮ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোরানের বাণীতেও নরম হল না জঙ্গি, অগত্যা এনকাউন্টার

Paris
এপ্রিল ৪, ২০১৮ ১১:৪৫ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গভীর রাত থেকে উপত্যকায় শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি৷ চারিদিক থেকে এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনা৷ চলছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই৷ সেনার সঙ্গে লড়াইয়ে কোণঠাসা অবস্থা জঙ্গিদের৷ সেই পরিস্থিতিতেও মানবিকতা দেখিয়েছে ভারতীয় সেনা৷ শেষবারের মতো জঙ্গিদের সমাজের মূলস্ত্রোতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছিলেন তারা৷ কিন্তু ভারতীয় জওয়ানদের ডাকে সাড়া দেয়নি কোনও জঙ্গি৷ শেষ পর্যন্ত এনকাউন্টারে মারা যায় তারা৷

এমনই একটি ঘটনা সম্প্রতি সামনে আসে৷ কয়েকদিন আগে দক্ষিণ কাশ্মীরের তিনটি পৃথক এনকাউন্টারে ১৩ জন জঙ্গি মারা যায়৷ মৃতরা সকলে লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিন সংগঠনের সঙ্গে যু্ক্ত বলে জানা যায়৷ সেই ঘটনায় এক হিজবুল জঙ্গিকে সমাজের মূল স্ত্রোতে ফিরিয়ে আনতে প্রায় ছ’ঘন্টা ধরে তাকে বোঝায় সেনা ও কাশ্মীর পুলিশ৷

শনিবার রাতে রউফ খান্ডে ও তার এক সহযোগী সেনার তাড়া খেয়ে অনন্তনাগের দিয়ালগাম গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়৷ সেই বাড়িটি ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী৷ এরপর তাদের আত্মসমর্পণের কথা জানানো হয়৷ তাদের বোঝাতে রউফের বাবা মাকে সেখানে নিয়ে আসে পুলিশ৷ উদ্দেশ, যাতে তারা ছেলেকে বুঝিয়ে সন্ত্রাসের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারে৷ এভাবে কেটে যায় প্রায় ছ’ঘন্টা৷

সেদিন অপারেশনে উপস্থিত থাকা এক পুলিশ কর্তার কথায়, রউফকে বোঝাতে প্রথমে টেলিফোনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়৷ এরপর তার বাবা মাকে সেখানে নিয়ে আসা হয়৷ আমরা ভেবেছিলাম রউফ বুঝবে এবং সন্ত্রাসের পথ থেকে সরে আসবে৷ কিন্তু ওর কপালে অন্য কিছু লেখা ছিল৷

কেন রউফকে শেষ বারের মতো সুযোগ দিতে চেয়েছিল পুলিশ? অনন্তনাগের ওই পুলিশ কর্তা জানিয়েছেন, টেলিফোনে রউফের সঙ্গে কথা বলার পর বুঝলাম ওকে কোরানে বর্ণিত উপদেশের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷  তাই আমিও কোরান থেকে বিভিন্ন বাণী উদ্ধৃত করে রউফকে বোঝাই এবং সন্ত্রাসের পথ ত্যাগ করতে বলি৷ ওকে বলি, ‘‘তোমাকে ইসলামের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷’’

এতে সে আরও ক্ষেপে যায় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ প্রায় ৩০ মিনিট এই কথোপকথন চলে৷ ওই জঙ্গিকে বাঁচাতে সবরকম ভাবে চেষ্টা করে কাশ্মীর পুলিশ৷ তার বাবা মাকে পর্যন্ত ডেকে আনা হয়৷ কিন্তু সব চেষ্টাই সে ব্যর্থ করে দেয়৷ এরপর রউফ পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তেই ধৈর্য্যের বাঁধ ভাঙে নিরাপত্তা বাহিনীর৷ পাল্টা গুলি ছোড়ে তারা রবিবার সকাল বেলা ওই বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় রউফকে৷

কলকাতা ২৪*৭

সর্বশেষ - আন্তর্জাতিক