বুধবার , ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কিংস অ্যারেনা বাংলাদেশ ফুটবলের গর্ব

Paris
ফেব্রুয়ারি ১৬, ২০২২ ৬:৩৮ অপরাহ্ণ

দেশের প্রথম ফুটবল ক্লাব হিসেবে নিজেদের গড়া হোম ভেন্যুতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে যাচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের ইতিহাসে যা এর আগে কখনোই ঘটেনি। দেশের ঐতিহ্যবাহী দলগুলাও এখনো পারেনি নিজেদের হোম ভেন্যু বানাতে। কিন্তু মাত্র কয়েক বছরের পথচলায় কিংস অ্যারেনা বানিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস।

বৃহস্পতিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হবে বসুন্ধরা কিংস অ্যারেনার। বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসানের মতে, ‘কিংস অ্যারেনা দেশের জন্য গৌরবের ব্যাপার। আমাদের এই কিংস অ্যারেনায় যে সুযোগ-সুবিধা আছে উপমহাদেশের বা এশিয়ার গুটিকয়েক ক্লাবে তা রয়েছে। এটা আমাদের জন্য গৌরবের, দেশের সবার জন্যই গৌরবের ব্যাপার। ‘

প্রায় ৩০০ বিঘা জমির ওপর তৈরি করা হচ্ছে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। যেখানে ফুটবল, ক্রিকেটের পাশাপাশি ওপেন গলফ, হকি, বাস্কেটবল, ভলিবল, আর্চারি, শ্যুটিংয়ের মতো ইভেন্টের ব্যবস্থা থাকছে। বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের ভাষ্য মতে, ‘আমাদের আন্তর্জাতিক অঙ্গনে গর্ব করার মতো বেশি কিছু নেই। বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্সের মধ্যে দিয়ে কিছুটা হলেও গর্ব করার সুযোগ হলো। আর্জেন্টিনা-ব্রাজিলেও এই কমপ্লেক্স নিয়ে লেখালেখি হয়েছে। আমি মনে করি ক্রীড়া কমপ্লেক্স আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরবে। ‘

কিংস অ্যারেনা নিয়ে ইমরুল হাসান আরো বলেন, ‘বসুন্ধরা কিংস অ্যারেনার কাজ আগামী দুই থেকে চার মাসের মধ্যে শেষ হবে। ফুটবল মাঠের কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হলে আগামী বছরেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হবে। ‘

আগামীকাল বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল ৩টায় পুলিশ এফসির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা