রবিবার , ৩ জুলাই ২০১৬ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবার মোবাইল কভারে নতুন ট্রেন্ড

Paris
জুলাই ৩, ২০১৬ ২:১০ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিজের একই ফোন দেখে দেখে বোর গেছেন? কিন্ত্ত বারবার তো সেট বদলানো যায় না৷ তাহলে উপায়? উপায় একটা আছে৷ আচ্ছা ফোনের পোশাক বদলালে কেমন হয়?

 

ফোনের আবার পোশাক? হ্যাঁ, মোবাইল কভার৷ ‘ফ্যাশন কনশাসনেস’র যুগে প্রত্যেকে যেমন নিজের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সবকিছু নিয়ে সদাসতর্ক থাকেন, ঠিক তেমনই সতর্ক থাকে নিজেদের ব্যবহারের প্রতিটি জিনিস নিয়েও৷ আর যখন কথা হচ্ছে প্রিয়তম স্মার্টফোন নিয়ে তখন তাকে সাজানোর ক্ষেত্রে কোন দ্বিধা করে না এই প্রজন্ম৷ কখনো ফ্লোরাল প্রিন্ট কখনও বা নিয়ন৷ আবার কখনও ছোটবেলার সেই পুরানো কার্টুনে মজে ছোট হয়ে যাওয়া, এই চলছে দিনরাত৷

 

এরই মধ্যে যদি ফেভারিট সুপারহিরোর ছবি রিলিজ করে তাহলে একবার সময় করে কাছাকাছি শপিং মলের মোবাইল অ্যাকসেসারিজ জোনটায় একবার ঢুঁ মারা কিংবা ভার্চুয়াল বাজারের দ্বারস্থ্য হওয়া৷ যুগের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে তো!

 

এখন বাজারে এসে গেছে অনেক  রকম চোখ ধাঁধানো মোবাইল কভার৷ এতই রকমফের যে কোনটা ছেড়ে কোনটা কিনবেন তা ভাবতে ভাবতেই বেলা গড়িয়ে যায়৷ কিনতেই যখন হবে তখন জেনে রাখুন কী কী কভার এখন ইন৷

অ্যাবস্ট্র্যাকট – মোবাইল কভারে এই ডিজাইন এখন ভীষণ ভাবে ইন৷ কভারে কোনও ছবি বা নকশাই হল অ্যাবস্ট্র্যাকট ডিজাইনের মূল কথা৷ আকর্ষণীয় এই ডিজাইন আপনার ব্যক্তিত্বকেও করে তোলে আকর্ষণীয়৷

 

ফ্লোরাল- ফ্যাশন অ্যাক্সেসারিজে ফ্লোরাল প্রিন্ট যে খুবই জনপ্রিয় তা কে না জানে৷ মোবাইল কভারও এর ব্যাতিক্রম নয়৷

 

নিয়ন- জুতা, জামায় নিয়ন ট্রাই করা হয়ে গেছে? তাহলে আপনার সাধের ফোনটিকে বঞ্চিত করছেন কেন? আজই কিনে ফেলুন নিজের পছন্দের ‘নিয়ন’ কভার৷

 

সুপারহিরো- সুপারম্যান, ব্যাট-ম্যান না ক্যাপ্টেন আমেরিকা? কোন হিরো পছন্দের? যাকেই পছন্দ করুন, তার ছবিওলা কভারে সাজিয়ে সুপার স্মার্ট করে তুলুন নিজের মোবাইল সেটটিকে৷ কারন স্টাইলে এটাও ইন৷

থ্রিডি- ‘থ্রিডি’ শব্দটির সঙ্গে পরিচয় সকলের রয়েছে৷ যদি মোবাইল কভারেও পাওয়া যায় থ্রিডি? হ্যাঁ, এখন মিলছে থ্রিডি কভারও৷ চটপট অর্ডার করে ফেলুন আপনার পছন্দের থ্রিডি কভারটি৷

 

জিনস- জিনস পড়তে ভালবাসেন? তাহলে আপনার স্মার্টফোনের পোশাক হিসেবেও বেছে নিন নিজের ডেনিম শেডের সাথে ম্যাচ করা কভার৷

 

ট্রান্সপারেন্ট- এই স্টাইল এখন ভীষণভাবে হিট৷ মোবাইল কভারই বা বাদ যাবে কেন? আর দেরি না করে ট্রান্সপারেন্ট মোবাইল কভার ট্রাই করে নিন৷

 

এছাড়া ববি প্রিন্ট, কার্টুন, উডেন আরও অনেক ডিজাইন মার্কেটে কিনতে পাওয়া যায়৷ তাই আজই নিজের পছন্দের কভার কিনে ফেলুন৷

 

কী কী বিষয় মাথায় রাখবেন মোবাইল কভার কেনবার সময়?

আপনার মোবাইল হ্যান্ডসেটটি যে কোম্পানির সবসময় সেই কোম্পানির কভার কিনবেন, যাতে কভারটি ঠিক মত ফিট করে৷

 

দেখে নেবেন কভারটি ঠিক করে সিল করা আছে কিনা। কোনো খুঁত আছে কিনা সেটাও যাচাই করে নেবেন।

সূত্র: এই সময়

সর্বশেষ - বিজ্ঞান ও প্রযুক্তি