বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

একসঙ্গে রাজের পাঁচ চলচ্চিত্র!

Paris
জানুয়ারি ২৬, ২০১৭ ৩:৩২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রজাপতি’, ‘ছায়া-ছবি’, ‘তারকাঁটা’ ও ‘সম্রাট’। এরমধ্যে তিনটি মুক্তি পেয়েছে। একটি প্রতীক্ষিত। গেল পাঁচ বছরে এই চারটি চলচ্চিত্র নির্মাণ করেছেন ছোট পর্দার জনপ্রিয় পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রক্রিয়া চলছে তার পঞ্চম চলচ্চিত্র ‘তুমি যে আমার’ নির্মাণের।

তবে তার আগেই একসঙ্গে নতুন পাঁচটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তার! একটু অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আর এই ছবিগুলো একসঙ্গে মুক্তি পাচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি, ২০১৭) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আরটিভি ও অন্তর্জালের বিভিন্ন মাধ্যমে। বাংলা ট্রিবিউনকে এমনটাই জানালেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আরও জানান, প্রতিটি চলচ্চিত্রই মাত্র পাঁচ মিনিট দৈর্ঘ্যে সাজানো। তাই এর নাম ‘স্বল্পদৈর্ঘ্য’।
শুটিং শুরু হয়ে গেছে। শেষ হয়েছে দুটির কাজ। চলছে তিনটির শুটিং। পাশাপাশি শুটিং শেষ হওয়া কাজগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সম্পাদনা ও কালার গ্রেডিংও চলছে দ্রুতলয়ে।

ছবিগুলোর নাম-শিল্পীরা হলেন, মিশু সাব্বির-আশা অভিনীত ‘বন্ধু’, ইরেশ যাকের ও পিয়া বিপাশা’র ‘ডায়রি’, ইমন ও খালেদা আক্তার কল্পনার ‘মা’, অ্যালেন শুভ্র-মুনিরা ইউসুফ মেমীর ‘ম্যাডেল’ এবং শাওন ও তামিমের ‘দশ লাখ টাকা’।

‘বন্ধু’ ছবির শুটিংয়ের ফাঁকে রাজ, আশা ও মিশু‘ডায়রি’ ছবির দৃশ্যে পিয়া বিপাশা ও ইরেশ যাকেরভালোবাসাময় পাঁচটি গল্পই চূড়ান্ত করা হয়েছে ‘প্রাণ-ফ্রুটো লাভ এক্সপ্রেস’ ইভেন্টের মাধ্যমে দর্শকের পাঠানো গল্প থেকে।

একসঙ্গে পাঁচ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘দৈর্ঘ্য ছোট, তাই বলে কাজটি কিন্তু সহজ নয়। কারণ, প্রতিটি কাজই আমরা সময় নিয়ে পূর্ণাঙ্গ সিনেমার আদলে নির্মাণ করছি। শুটিং, মিউজিক, এডিটিং, কালার গ্রেডিং, সম্পাদনা, শিল্পী প্রেজেন্টেশন- সবই সিনেমার মতো করার চেষ্টা করছি। আমি তো মনে করি, একটি আড়াই ঘন্টার ছবি নির্মাণের চেয়ে এটি কঠিন কাজ। কারণ, মাত্র পাঁচ মিনিটে পুরো গল্পটি আমাকে তুলে ধরতে হচ্ছে। তবে সবার সহযোগিতায় কাজগুলো ভালোই হবে, আশা করছি।’

সূত্র : বাংলাট্রিবিউন

সর্বশেষ - বিনোদন