বৃহস্পতিবার , ২০ জানুয়ারি ২০২২ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এক-দুই জোড়া নয়, একসঙ্গে পাঁচ জোড়া সন্তান জন্ম দিলেন সৌদি নারী

Paris
জানুয়ারি ২০, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ

কেবল এক জোড়া দুই জোড়া নয়, একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তান প্রসব করেছেন এক সৌদি নারী। গত ১২ জানুয়ারি রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় যমজ শিশুরা জন্মগ্রহণ করে। সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসক দলের তত্ত্বাবধানে ৩৪ বছর বয়সী ওই সৌদি নারী গর্ভধারণের ২৮তম সপ্তাহে পাঁচ জোড়া সন্তান প্রসব করেন। যমজ শিশুদের সবাই সুস্থ-সবল এবং তাদের ওজন ৯৮০-১১০০ গ্রাম।

এক টুইট বার্তায় এমন বিরল ঘটনার কথা সবার সঙ্গে শেয়ার করে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এ পোস্ট টুইটারে বিপুল সাড়া ফেলে। চিকিৎসক দল ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রশংসায় মেতে ওঠেন ফলোয়াররা। বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বিশেষত হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান মেজর জেনারেল আতিয়া আল-জাহরানির প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে সৌদি আরবের বৃহত্তম হাসপাতালগুলোর অন্যতম। ১৯৮০ সালে স্থাপিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এ হাসপাতালটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ১৯৯১ সালে প্রথম সরকারি হাসপাতাল হিসেবে তাতে এন্ডোস্কোপিক প্রযুক্তি শুরু হয়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক