শুক্রবার , ২৬ এপ্রিল ২০১৯ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ইরাকে আটকে রাখা ৪৫ বাংলাদেশিকে উদ্ধার

Paris
এপ্রিল ২৬, ২০১৯ ১১:০৬ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:  ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে আটকে রাখা ৪৫ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাগদাদের পুলিশ কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ইরাকি নিউজ ডটকম নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি শ্রমিককে বাগদাদের কেন্দ্রস্থলের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ভবিষ্যতে কাজে লাগানোর জন্য তাদেরকে একটি শ্রমিক প্রতিষ্ঠান আটকে রেখেছিল। আইনগত অনুমতি পাওয়ার পর আলাউইয়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

এসব শ্রমিককে আটকে রাখার অভিযোগে ঘটনাস্থল থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন ইরাকি ও চার জন বাংলাদেশি রয়েছে। ওই ইরাকিদের সঙ্গে যোগসাজশে চার বাংলাদেশি চাকরির প্রলোভন দেখিয়ে ৪৫ বাংলাদেশিকে আটকে রেখেছিল।

 

সর্বশেষ - আন্তর্জাতিক