বুধবার , ১৩ এপ্রিল ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আড়ানী পৌরসভায় ৩ কোটি টাকার রাস্তার পাকাকরণ কাজে উদ্বোধন 

Paris
এপ্রিল ১৩, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার তিনটি পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন মেয়র মুক্তার আলী। বুধবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পৌরসভা আয়োজিত গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনটি পাকা রাস্তার কাজের ব্যয় হবে প্রায় তিন কোটি টাকা।

উল্লেখ্য, আড়ানী পৌর বাজারের তালতলা থেকে ষ্টেশন বাজার পর্যন্ত দুই হাজার ৭৫০ মিটার, কুশাবাড়িয়া ঈদগা থেকে ইউসুব আলীর বাড়ি পর্যন্ত ২৫০ মিটার ও কুশাবাড়িয়া জিল্লুর রহমানের মোড় হতে পূর্বদিকের মাঠ পর্যন্ত ৯২০ মিটার সড়ক উন্নয়তমানের পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, আড়ানী পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, ৯টি ওয়ার্ডের কাউন্সিল ও স্থানীয় ব্যক্তিরা ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বসুন্ধরার প্রোপাইটার মুক্তার হোসেন। পরে কুশাবাড়িয়া জামে মসজিদের ইমাম মাওলানা আফজাল হোসেন মোনাজাত পরিচালনা করেন।

এস/আই

সর্বশেষ - রাজশাহীর খবর