রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আসাদুজ্জামান খান

নিউজ ডেস্ক
জানুয়ারি ৬, ২০১৯ ৫:৪৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আসাদুজ্জামান খান কামাল কামাল। দশম জাতীয় সংসদেও তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম রোববার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আসাদুজ্জামান খান একজন মুক্তিযোদ্ধা। খান ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরীর নেতৃত্বে সেক্টর ২-এ যুদ্ধ করেছিলেন।

১৯৫০ সালের ৩১ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার মনিপুরিপাড়ায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান খান । তিনি ১৯৬৫ সালে ঢাকা পলিটেকনিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৬৭ সালে জগন্নাথ কলেজ থেকে এইচএসসি পাশ করেন।

তিনি ২০০৮ সালের সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ঢাকা-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আসাদুজ্জামান খান বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য।

তিনি ২০১৪ সাধারণ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ১২ জানুয়ারি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেন। ২০১৫ সালের ১৪ জুলাই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িন্ত্ব পান।

সর্বশেষ - রাজশাহীর খবর