দুর্গাপুরে অসায়দের মাঝেও লিফলেট বিতরণ করলেন এমপি মুনসুর!

নিজস্ব প্রতিবেদক:

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ সম্পর্কে জনসচেতনতায় দুর্গাপুরে জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী-৫ (দুর্গাপুর- পুঠিয়ার) সংসদ সদস্য প্রফেসর ডা: মনসুর রহমান। এসময় অনেক অসহায় মানুষদের মাঝেও খাবারের পরিবের্তে লিফলেট বিতরণ করা হয়। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ দেখা যায়। তবে একজন শারীরিক প্রতিবন্ধির হাতে কিছু নগদ টাকা দেন এমপি মুনসুর।

উপজেলা মোড়, থানা মোড়,মজিব চত্বর সহ বিভিন্ন পয়েন্টে এ লিপলেট বিতরণ করেন তিনি। প্রানঘাতী করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাত-ধোয়া সহ নানা বিষয়ে জনসাধারনকে সচেতন করেন তিনি।

এসময় তিনি রিক্সাচালক, পথচারি, দোকানদার ও সাধারণ জনগনের মধ্যে সচেতনতা মুলক এ লিপলেট বিতরণ করেন। সেই নুরু নামের একজন প্রতিবন্ধী ব্যাক্তিকে নগদ এক হাজার টাকা সহায়তা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মহাসীন মৃধা, দুর্গাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোতালেব, আড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দুর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমুখ।

এদিকে গত কয়েকদিন ধরে দুর্গাপুরের কর্মহীন মানুষদের মাঝে খাবারের পরিবর্তে লিফলেট বিতরণ করায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লিফলেট পাওয়া ভ্যান চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপি একটা কাগজ (লিফলেট) ধরাই দিলো হাতে। মনে করেছিলাম টাকা বা খাবার কিছু দিবে। কিন্তু ধরায় দিলো কাগজ। এই কাগজ তো পড়তেই পারি না। পড়তে পারলে কি এমপির কাছে ছুটে গেনুন?’

স/আর