মঙ্গলবার , ২৫ ডিসেম্বর ২০১৮ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল সরকারি দফতর, মৃত ৪৩

Paris
ডিসেম্বর ২৫, ২০১৮ ৭:৩৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফের জঙ্গি হামলায় রক্তাত্ব কাবুল। রাজধানি কাবুলের এক সরকারি দফতরে কম্পাউডে জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। জঙ্গিরা প্রথমে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এরপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গিরা। আত্মঘাতী বিস্ফোরণের চেয়ে এলোপাথাড়ি গুলিতে বহু মানুষ নিহত হন। যদিও স্থানীয় নিরাপত্তাকর্মীরাও পালটা প্রতিরোধ গড়ে তোলে। জঙ্গিদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। তবে ততক্ষণে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে শুধুই মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

ঘটনার কয়েক ঘন্টা কেটে গেলেও এখন পর্যন্ত কোনও জঙ্গি সংগঠনের এর দায় স্বীকার করেনি। তবে এর আগে তালেবান জঙ্গিরা আফগানিস্তানের সরকারি দফতর, বিদেশি দূতাবাস ও সামরিক ঘাঁটিতে এ ধরনের হামলা চালিয়েছিল। ফলে মনে করা হচ্ছে এই ঘটনার পিছনে তালিবান জঙ্গিরাই রয়েছে। কলকাতা 24

সর্বশেষ - আন্তর্জাতিক