সোমবার , ৯ জুলাই ২০১৮ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অভিযোগের সত্যতা যাচাইয়ে ইবিতে ৩ সদস্যের তদন্ত কমিটি

Paris
জুলাই ৯, ২০১৮ ৯:২৯ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্চয় কুমার সরকারের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহাকে আহ্বায়ক করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও বঙ্গবন্ধু হল প্রভোস্ট প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ।

কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অভিযোগের সত্যতা যাচায় করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে তারই ছাত্রীকে হুমকি ও মানসিক হেনস্থার অভিযোগ উঠে। জানা যায়, বর্তমানে ওই ছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ঢাকা শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

 

স/জি

 

সর্বশেষ - শিক্ষা