বৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অভিনয়জগতকে বিদায় জানালেন প্রিয়া আমান

Paris
এপ্রিল ১, ২০২১ ৯:৪৫ পূর্বাহ্ণ

অভিনয়জগতকে বিদায় জানালেন অভিনেত্রী প্রিয়া আমান।

মঙ্গলবার নিজের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি।

অভিনয় ছেড়ে দেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী লিখেছেন, অভিনয় জগতে আর বোধহয় কাজ করা হবে না। তবে অভিনয় জগতটাকে ভালোবাসব, ভালোবাসি আমরণ।

প্রিয়া আমান লিখেছেন, ‘যেসব ভাই-বোন, বন্ধুরা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, পরিচালক বন্ধুরা যারা জানেন না, আমি কোথায় আছি। যারা আমাকে কাজের জন্য কল দিচ্ছেন তাদের জন্য এই স্ট্যাটাস। আমি এখন লন্ডন আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি ডিসেম্বরে বাংলাদেশে আসব।’

তিনি আরও লিখেন, ‘করোনা পরিস্থিতি ভালো হলে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। অভিনয় জগতের কাজ বোধহয় আর করা হবে না, তবে অভিনয় জগৎকে ভালোবাসব, ভালোবাসি আমরণ। ধন্যবাদ।’

তবে কী কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন সে বিষয়ে স্ট্যাটাসে স্পষ্ট করে কিছু বলেননি প্রিয়া আমান।

এ ব্যাপারে জানতে তার ফেসবুকে মেসেজ পাঠালেও কোনো উত্তর আসেনি।

নির্মাতা তন্ময় তানসেনের হাত ধরে শোবিজে পা রেখেছিলেন প্রিয়া আমান। নাটক, টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। উপস্থাপনাতেও বেশ দখল ছিল তার। ‘অদৃশ্য শত্রু’ শিরোনামের একটি সিনেমাতেও দেখা গিয়েছিল প্রিয়া আমানকে।

 

সুত্রঃ যুগান্তর

সর্বশেষ - বিনোদন