শনিবার , ২৭ জুলাই ২০২৪ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

অজু না থাকলে কাপড় দিয়ে কোরআন স্পর্শ করা যাবে?

Paris
জুলাই ২৭, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

ধর্ম ডেস্ক :
ইসলামে যেসব ইবাদতের জন্য পবিত্রতা ও অজু করা আবশ্যক। কোরআন স্পর্শ করা তার অন্যতম। কেউ পবিত্র কোরাআন স্পর্শ করে তিলাওয়াত করতে চাইলে তার জন্য পবিত্রতা ও অজু জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না। (সূরা ওয়াকিয়া, আয়াত : ৭৯)

কারও যদি শরীর পবিত্র থাকে, কিন্তু অজু না থাকে, তাহলে এমন ব্যক্তি কোরআন শরিফ স্পর্শ করে পড়তে পারবে না। তবে শুধু মুখস্ত কোরআন তেলাওয়াত করতে চাইলে তা করতে পারবে।

কারও অজু না থাকলেও শরীর পবিত্র থাকলে সে চাইলে শুয়ে, বসে, দাঁড়িয়ে, গাড়িতে বসে, কাজের ফাঁকে ফাঁকে যখন-যেভাবে খুশি মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবে। এছাড়াও কোরআনের আয়াত ও হাদিস সম্বলিত বই-পুস্তক, তাফসীর গ্রন্থ, হাদিস গ্রন্থ ইত্যাদি অজু ছাড়া ধরতে বা পড়তে কোনও বাঁধা নেই।

আর শরীর পবিত্র কিন্তু অজু নেই এমন অবস্থায় কেউ যদি কাপড় দিয়ে কোরআন স্পর্শ করতে চায় তাহলে তা পারবে। তবে এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে, যেই কাপড় দিয়ে কোরআন স্পর্শ করছে তা যেন শরীরের সঙ্গে লেগে না থাকে। শরীরের সঙ্গে লেগে আছে বা পরিহিত কাপড় দিয়ে কোরআন স্পর্শ করা যাবে না।

বরং অজুবিহীন অবস্থায় কোরআন মাজিদ স্পর্শ করতে চাইলে শরীর থেকে পৃথক পবিত্র কোনো কাপড় দিয়ে তা ধরতে হবে।

সর্বশেষ - ধর্ম