বুধবার , ২৯ মার্চ ২০১৭ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

যে কারণে নাম পাল্টান অক্ষয়

Paris
মার্চ ২৯, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। অনেকেরই হয়তো জানা নেই বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই অভিনেতার প্রকৃত নাম রাজিব ওম হরি ভাটিয়া। পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে অক্ষয় কুমার রাখেন তিনি। কিন্তু কী কারণে এ অভিনেতা নিজের নাম পরিবর্তন করেছিলেন তা এতদিন অজানাই ছিল।

বর্তমানে নাম শাবানা সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অক্ষয় কুমার। এর ধারাবাহিকতায় নয়া দিল্লিতে সিনেমার প্রচারণায় গিয়েছিলেন তিনি। সেখানে এক ভক্ত তাকে নাম পাল্টানোর কারণ জিজ্ঞেস করলে এর পেছনের ঘটনা জানান এ অভিনেতা।

এ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘এই প্রশ্ন আমাকে আগে কেউ করেনি। আমার প্রথম সিনেমা ছিল আজ (১৯৮৭)। সিনেমাটি পরিচালনা করেছিলেন মহেশ ভাট। এতে অভিনয় করেছিলেন কুমার গৌরব। কুমার গৌরবের চরিত্রের নাম ছিল অক্ষয়। সিনেমাটিতে আমার ৪.৫ সেকেন্ডের চরিত্র ছিল। আমি শুধু কুমার গৌরবের অভিনয় দেখতাম। আমি জানি না কী হয়েছিল, একদিন আদালতে গেলাম এবং নাম পাল্টে ফেললাম।’

নামটি তার জন্য কতটা সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে তাও জানিয়েছেন জলি এলএলবি-টু অভিনেতা। তিনি বলেন, ‘আমি জানি না কেন নাম পরিবর্তন করেছিলাম। বান্দ্রা ইস্ট কোর্টে যাই এবং নাম পাল্টে ফেলি। ওই সময় কিছুই ছিলাম না তার পরও আমি ভিজিটিং কার্ড বানিয়েছিলাম। তারপর আমি কাজের সন্ধানে বেরিয়ে পড়ি, সময় আমার অনুকূলে ছিল, আমি সিনেমায় কাজ পেয়ে যাই।’

একাধিক প্রজেক্ট নিয়ে ব্যস্ত অক্ষয় কুমার। এর মধ্যে আগামী ৩১ মার্চ মুক্তি পাবে নাম শাবানা সিনেমাটি। এ ছাড়া চলতি বছর মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত টয়লেট-এক প্রেম কথা, ২.০ বা রোবট-টু, প্যাডম্যান সিনেমা।

সূত্র: রাইজিংবিডি

সর্বশেষ - বিনোদন